'তোর ওখানে অ্যাসিড ঢেলে দেব', ফেসবুকে অশালীন আক্রমণের শিকার স্বস্তিকা



Odd বাংলা ডেস্ক: সামাজিক মাধ্যমে ফের অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এবারও সেই ফেসবুকেই আক্রমণ করা হয় জনপ্রিয় অভিনেত্রীকে। তবে স্বস্তিকাকে আক্রমণ করা হলেও আক্রমণকারী যে পার পেয়ে যাবেন এমনটি নয়, স্বস্তিকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি চুপ করে বসে থাকেননি। সংশ্লিষ্ট প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেসবুকের দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী। তবে সামাজিক মাধ্যমে এই ধরনের অশ্লীলতা কবে বন্ধ হবে বলে প্রশ্ন তোলেন স্বস্তিকা। 



শুধু তাই নয়, এই ধরনের সমালোচকরা নিজেদের প্রোফাইল ব্লক করে রেখে, অন্যের টাইমলাইনে হাজির হয়ে কটাক্ষ করেন বলে অভিযোগ করেন 'দিল বেচারা' অভিনেত্রী। পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ধরনের আক্রমণ তাঁর উদ্দেশে উড়ে আসার পর ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্টও করেন স্বস্তিকা। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল আক্রমণের মুখে পড়তে হয় স্বস্তিকাকে। প্রসঙ্গত পরিচালক মুকেশ ছাবড়ার প্রথম সিনেমা দিল বেচারায় সুশান্ত সিং রাজপুত, সাঞ্জনা সাঙ্ঘিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ফলে সুশান্তের মৃত্যুর পর তিনি হাসিখুশি অভিনেতাকেই মনে রাখতে চান বলেও জানান স্বস্তিকা।

Blogger দ্বারা পরিচালিত.