করোনা আবহে সিদ্ধান্ত, আজ খুলছে না তাজমহল


Odd বাংলা ডেস্ক: রবিবার (৫ জুলাই) এক টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল ,আজ সোমবার খুলছে আগ্রার তাজমহল। কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। তাই খুলছে না পর্যটন আকর্ষণ তাজমহল। শেষ ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ২৫ হাজার আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬০০-রও বেশি মানুষ। 

জানুয়ারির শেষ দিকে  দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যা আক্রান্ত ও মৃতের সংখ্যায় একদিনে সর্বোচ্চ। প্রায় ২৫ হাজার আক্রান্ত হওয়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯৭ হাজার জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৭০০ জন। এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলে তিনে চলে এসেছে ভারত। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন। আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৭২ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩২ হাজার ৫৩১ জন।
Blogger দ্বারা পরিচালিত.