লকডাউনের মধ্যে গভীর রাত পর্যন্ত বাড়িতে বসত জুয়ার আসর, পুলিশের জালে জনপ্রিয় অভিনেতা
Odd বাংলা ডেস্ক: লকডাউনে বাড়িতে বসানো জুয়ার আসর, আর সেই অভিযোগ থেকেই চেন্নাইয়ের নুনাম্বাক্কম এলাকা থেকে জনপ্রিয় তামিল অভিনেতা শ্যামকে গ্রেফতার করেছে পুলিশ, সেইসঙ্গে পুলিশের জালে আরও ১১ জন। জানা হয়েছে ওই অভিনেতার অ্যাপার্টমেন্ট থেকেই গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, জুয়া খেলার জন্য ব্যবহৃত টোকেনগুলি অভিনেতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। আরও জানা গিয়েছে, এই লকডাউনের মধ্যে ওই অভিনেতার বাড়িতে আরও অনেক জনপ্রিয় তামিল অভিনেতারা আসতেন এবং সেখানেই গভীর রাত পর্যন্ত বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকতেন তাঁরা। ধৃতদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন নতুন পরিচালক, বেসরকারি অফিসের আধিকারিক, হোটেল মালিক, ব্যবসায়ী এমনকি আইনজীবীরাও। তবে বাকি তামিল অভিনেতাদের এখনও গ্রেফতার করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, জুয়া খেলার সামগ্রী হিসাবে টোকেন ছাড়াও প্রচুর তাস এবং নগদও বাজেয়াপ্ত করা হয়েছে। একটি অসমর্থিত সূত্রে খবর, সম্প্রতি এক জনপ্রিয় অভিনেতা শ্যামের বাড়িতে জুয়া খেলে বিরাট অঙ্কের টাকা হেরেছিলেন, আর তারপরই বিষয়টি পুলিশের নজরে আসে।
Post a Comment