রাজনৈতিক চাপ, সোশ্যাল মিডিয়ায় হুমকি-অশালীন আচরণের শিকার, আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী
Odd বাংলা ডেস্ক: রবিবার আত্মহত্যার চেষ্টা করলেন তামিল অভিনেতা বিজয়লক্ষ্মী। তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে যেখানে তাঁর চিকিৎসা চলছে। সোশ্যাল মিডিয়ায় লাগাতার হুমকি এবং কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হয়েই এমন কঠিন সিদ্ধান্তের দিকে পা বাড়ান তিনি। কিন্তু কী এমন ঘটল?
বিজয়লক্ষ্মী তাঁর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে বেশকিছু ভিডিও প্রকাশ করেছেন, সেখানে তিনি নাম থামিজার পার্টির (Naam Thamizhar) নেতা সীমান (Seeman) এবং পানানকাট্টু পাদাই (Panankattu Padai) এবং হরি নাদারের (Hari Nadar) সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি আরও দাবি করেছেন, এই দুই নেতার অনুগামীরা যাঁরা তাঁকে দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার করে চলেছে, তাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয়।
ভিডিও করে বিজয়লক্ষ্মী আরও বলেন, এটিই তাঁর শেষ ভিডিও। গত চার মাস ধরে সীমান ও তাঁর পার্টির জন্য ভীষণ মানসিক চাপে রয়েছেন তিনি। পরিবারের জন্যে তিনি বাঁচার আপ্রাণ চেষ্টা করেছেন। মিডিয়াতে হরি নাদার বার বার আমাকে অপমান করেছেন। তিনি ব্লাড প্রেশারের ওষুধ খেয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তাঁর রক্তচাপ এতটাই কমে যাবে যে মৃত্যুর কোলে ঢলে পড়বেন তিনি। তিনি আরও বলেন যে, তাঁর মৃত্যু অনেকের চোখের ওপর থেকে পর্দা সরিয়ে দেবে এবং তিনি তাঁর অনুগামীদের কাছে দাবি করেন যে সীমান এবং হরি নাদারকে যেন কখনওই ছেড়ে দেওয়া না হয়।
Post a Comment