মানুষের প্রাণের দাম সবার আগে, ১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের কারণে সারা দেশজুড়ে চলতে থাকা করোনা পরিস্থিতিতে অন্যান্য ধর্মীয় স্থানের পাশাপাশি বন্ধ ছিল তারাপীঠ মন্দিরের দরজা। আনবক পর্বে মন্দির সাধারণ ভক্তদের জন্য খোলা হলেও একগুচ্ছ নিয়ম নির্দেশিকা মেনে চলতে হচ্ছিল সকলকে। স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ববিধি মেনে মন্দিরে ভক্ত সমাগমও হচ্ছিল বেশ। কিন্তু করোনা এবার থাবা বসিয়েছে তারাপীঠ মন্দির সংলগ্ন অঞ্চলে, আর সেই কারণেই সাধারণ মানুষের স্বার্থে আগামী ১ অগাস্ট থেকে তারাপীঠে মন্দিরের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
করোনার প্রাদুর্ভাব না কমলে মন্দিরের দরজা খোলা হবে না বলেই জানানো হয়েছে। তবে, প্রথা মেনে পুজো ও ভোগ নিবেদন করবেন মন্দিরের সেবাইতরা। ফলে এতদিনে যেমন গর্ভগৃহে প্রবেশ না করেও তারা মায়ের দর্শন করতে পারছিলেন, ১ তারিখ আর তেমনটাও করা যাবে না। তবে আবার কবে মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খোলা হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
Post a Comment