এই নিয়ে দ্বিতীয়বার, অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন মমতা বন্দোপাধ্যায়
Odd বাংলা ডেস্ক: পূর্বে রাষ্ট্রপুঞ্জের তরফেও সম্মানিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এবার আরও একবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রথমে ২০১৭ সালে অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভার্চুয়াল এই সভায় বক্তব্য রাখার আমন্ত্রণের চিঠি ইতিমধ্যেই পেয়েছেন মমতা বন্দোপাধ্যায়। মমতা বন্দোপাধ্যায় এই ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলেও খবর। প্রসঙ্গত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ডিবেট সোসাইটি হল অক্সফোর্ড ইউনিয়ন, যেখানে মাদার টেরেসা, তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ও রিচার্ড নিক্সন-এর মতো মানুষরা বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছেন।
Post a Comment