শিব পূরাণ অনুসারে, শ্রাবণ মাসে যে যে খাবার একেবারেই খাওয়া উচিত নয়
Odd বাংলা ডেস্ক: বলা হয় শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস। পূরাণ অনুসারে, এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ, যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে মহাদেবের পুজো করলে পুণ্য লাভ হয়। ঠিক তেমনই কিছু কাজ করলে কিন্তু ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর থেকে চিরতরে চলেও যেতে পারে। বলা হয় এই শ্রাবণ মাসে কিছু খাবার মোটেই খাওয়া উচিত নয়। জেনে নিন কী কী খাবার-
১) শ্রাবণ মাসে মদ্যপান করা তেকে সম্পূর্ণ বিরত থাকুন। বিশেষ করে যাঁরা এই সময়ে ব্রত করেন, তাঁদের তো এই সময় মদ্যপান একেবারেই উচিত নয়।
২)শিবপূরাণ অনুসারে, এইসময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিশিদ্ধ। তাই কাঁচা দুধ কখনওই খাবেন না।
৩) বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনওই উচিত নয়। তবে এর কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। এটি যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই সেইদিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খাওয়াই ভাল।
৪) শিব পূরাণ অনুসারে, শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার কখনওই খাওয়া উচিত নয়। তবে এর নেপথ্যে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল এই সময় অর্থাত বর্ষাকালে নানারকমের ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় শাকপাতায়। তাই এইসময় শাক কখনওই খাবেন না।
৫) অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া কখনওই উচিত নয়। তবে একান্ত আমিষ খাবার যদি খেতেই হয়, তাহলে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ খান এবং শিবের পুজো করুন।
Post a Comment