২০২০ সালে যে যে জিনিসগুলো একপ্রকার অকেজো! দেখে নিন তালিকা


Odd বাংলা ডেস্ক: ২০২০ সালের শুরু থেকে যে ত্রাসে তঠস্থ। তার ফলে গোটা পৃথিবীতে মানুষের জীবনযাত্রায় একটা আমুল পরিবর্তন চলে এসেছে। এমন অনেক জিনিস রয়েছে যেগুলির ব্যবহার ২০২০ সালে নেই বললেই বললেই চলে। এমনই কয়েকটি উপকরণ হল-

১) ব্রা- ব্রা-ছাড়া বাইরে বেরনো অসম্ভব। কিন্তু এখন তো বাইরে বেরনোই বন্ধ। কাজ হলেও তা বাড়ি থেকে, তাই ভিডিও কনফারেন্স ছাড়া ব্রা-এর কোনও কাজই নেই আপাতত।

২) পাসপোর্ট- গত কয়েকমাসে লকডাউনের জেরে ঘোরার জায়গা বলতে বেডরুম, বারান্দা, বসার ঘর, রান্নাঘর। পাসপোর্ট আলমারিতে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। 

৩) হাই হিল/ ফর্মাল জুতো- নাইট আউট, পার্টি সবই এখন বন্ধ তাই  হিল বা ফর্মাল জুতোয় জমা ধুলো পরিষ্কার করুন নিয়মিত!

৪) ইস্ত্রি- চার মাসে তো গুণে গুণে ৪টের বেশি জামা নিশ্চয় পরেননি কেউই , সুতরাং ইস্ত্রি লাগবে কোন কাজে!

৫) সানস্ক্রিন এবং সানগ্লাস- গোটা গরমকাল জুড়েই এদেশে চলছিল লকডাউন, সুতরাং বাইরে বোরনোর প্রশ্নই ওঠেনি। তাই সানস্ক্রিন বা সানগ্লাস কোনওটারই প্রয়োজন পড়েনি।

৬) লিপস্টিক- করোনার জেরে লকডাউন, তারওপর আবার মুখে মাস্ক, আপাতত লিপস্টিকগুলোকে আইশ্যাডো হিসাবে ব্যবহার করুন। পরে কখনও ঠোঁটে লাগানো যাবে!

৭) জাঙ্ক জুয়েলারি বা গয়না- জাঙ্ক জুয়েলারি বলুন কিংবা যেকোনও গয়না বাড়িতে পরে বসে থাকার কথা কেউ কখনও ভাবেননি, সাধারণত কোথাও বেরোলেই তা পরা হয়। কিন্তু বেরোনোর যখন প্রশ্ন নেই তখন.....

৮) পারফিউম- সুগন্ধিগুলো আপাতত বোতলবন্দি হয়েই পড়ে রয়েছে। বাইরে বেরলে প্রয়োজন পড়ে কিন্তু এখন তার প্রশ্নই ওছে না। 

৯)হাতঘড়ি- দেওয়ালে ঘড়ি টাঙানো থাকলে ঘরে বসে খামোখা হাতে ঘড়ি পরারও প্রয়োজন পড়ে না।

১০)  পাওয়ার ব্যাঙ্ক- বাড়িতে থেকেই চার্জারে প্লাগ ইন করে চার্জ করার ব্যবস্থা যখন রয়েছে তখন পাওয়ার ব্যাঙ্কের আর কি প্রয়োজন!
Blogger দ্বারা পরিচালিত.