তৃতীয় লিঙ্গের মানুষও এবার সুযোগ পাবে আধাসেনায়



Odd বাংলা ডেস্ক: এবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আধাসেনায় কাজ করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীগুলি (CAPFs) -এর কাছে পরামর্শ ও মতামত চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পাশাপাশি এই সংক্রান্ত কারণে গঠিত হওয়া কমিশনের তরফে তৃতীয় লিঙ্গের মানুষদের যে অফিসার স্তরে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে মন্ত্রকের অন্দরমহলে। সিআরপিএফ (CRPF), আইটিবিপি (ITBP), এসএসবি (SSB) ও সিআইএসএফ (CISF) -এর কর্তৃপক্ষের কাছে তৃতীয় লিঙ্গের মানুষদের আধাসামরিক বাহিনীগুলিতে অ্যাসিসটেন্ট কমান্ডান্ট হিসেবে নিয়োগের বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। ১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ‘সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (অ্যাসিসটেন্ট কমান্ডান্টস) এগজামিনেশন ২০২০’ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগ সংক্রান্ত নিয়মাবলীর ড্রাফট করতে ও এই বিষয়ে মতামত দিতে বলা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এবিষয়ে উত্তর দিতে বলা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.