করোনা জয়ের আনন্দে দুই বোনের ‘জমজমাট’ নাচ



Odd বাংলা ডেস্ক: করোনার যুদ্ধ জিতে বাড়ি ফিরেছেন বোন। আর নেচেগেয়ে তাকে অভ্যর্থনা জানালেন ছোট বোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ঘটনায় পরিবারের পজিটিভ এনার্জি এবং তরুণীর ভাবনাচিন্তার প্রশংসা করছেন টুইটার ব্যবহারকারীরা। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নেচেগেয়ে অভ্যর্থনা জানানো ওই তরুণীর নাম সালোনি সতপুতে। তাদের বাড়ি ভারতের পুনেতে। বছর তেইশের এই তরুণীর দিদিই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কভিড পজিটিভ রিপোর্ট এসেছিল সালোনির বাবা এবং মায়েরও। সবাইকে হাসপাতালে পাঠানো হলে বাড়িতে একদম একা হয়ে যায় সালোনি। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউই। সালোনির ন্যূনতম খোঁজটাও রাখেননি প্রতিবেশীরা। তাঁর পরিবারে করোনা থাবা বসাতেই কার্যত সাতপুরে পরিবার এবং বাড়িতে এল থাকা সালোনিকে একঘরে করে দেওয়া হয়। 

তাই এত কিছুর পর দিদি বাড়ির ফেরার খবর পেয়ে অন্যরকম কিছু করবেন বলে ঠিক করে নিয়েছিলেন সালোনি। সালোনির বাবা মা অবশ্য কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন। তবে দীর্ঘ সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দিন কাটছিল তার বোনের। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। দিদিকে দেখতে পেয়ে বাড়ির সামনে রাস্তায় হিন্দি গানের সঙ্গে সে কী নাচ বোনের! একেবারে গলির মুখ থেকে দিদিকে দেখে নাচতে শুরু করে বোন। বোনের নাচ দেখে তাল মেলায় দিদিও। বাড়ির গেটে এসে হাতের ব্যাগপত্র নামিয়ে রেখে ফের বোনের সঙ্গে নাচতে থাকে দিদি। কাঁধে তখনও রয়েছে ব্যাগ। এরপর বাড়ির বড় মেয়েকে আরতি করে ঘরে ঢুকিয়ে নেন তাঁদের মা।
Blogger দ্বারা পরিচালিত.