আনলক ৩.০: স্কুল-মেট্রো পরিষেবা-সিনেমা, কোনটা খেলা হবে, কোনটা থাকবে বন্ধ, জেনে নিন সবটা


Odd বাংলা ডেস্ক: চলতি মাসের ৩১ তারিখ শেষ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আনলক পর্ব। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে আনলক ৩.০-এর গাইডলাইন তৈরি করা হচ্ছে যা, আগামী অগাস্ট মাস থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে আনলক ৩-এর জন্য সরকারের তরফে আরও একাধিক নিয়ম শিথিল করা হবে বলে জানা গিয়েছে। 

আর এর মধ্যে আগামী ১ অগাস্ট থেকে সিনেমা হলগুলি পুনরায় চালু করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে তা হলেও কঠোরভাবে সামাজিক দূরত্ব যাতে মেনে চলা যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে বলেও জানা গিয়েছে। তবে কিছু বিধিনিষেধ আনলক ৩-এও অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সারা দেশজুড়ে স্কুল এবং মেট্রো পরিষেবা এখনকার মতো বন্ধই থাকবে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে স্কুলের পঠন-পাঠন পুনরায় চালু করার বিষয়ে স্কুল শিক্ষার রাজ্যগুলির সঙ্গে পরামর্শ শুরু করেছে স্কুল শিক্ষা সচিব অনিতা কারওয়াল।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল আগেই বলেছিলেন যে, স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের কাছ থেকে মতামত নেওয়া হবে। এরপরে, মন্ত্রকের তরফে জানানো হয় যে, অভিভাবকরা এখনই পুনরায় স্কুল খোলার পক্ষে ছিলেন না। তবে সূত্রের খবর তৃতীয় আনলক পর্যায়ে জিমগুলি খোলা হতে পারে। 

প্রসঙ্গত, ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সিনেমা হলগুলি পুনরায় খোলার করার প্রস্তাব দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই প্রস্তাব উপস্থাপনের আগে সিনেমা হলগুলির মালিকদের সাথে পরামর্শ করেছিল। সিনেমা হল মালিকরা ৫০ শতাংশ আসন ভরিয়ে সিনেমা হল  চালু করার পক্ষে হলেও, মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২৫ শতাংশ আসন নিয়ে এবং সমস্ত সামাজিক দূরত্বের প্রোটোকল অনুসরণ করে সিনেমা হলগুলি পুনরায় চালু করার পরামর্শ দিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.