Unlock 3: জেনে রাখুন ১ আগস্ট থেকে কী কী খুলবে


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় লকডাউন পর্যায় অতিক্রম করে চলছে ‘আনলক’ (Unlock) পর্যায়। দ্বিতীয় ধাপের ‘আনলক’-এর সময়সীমা শেষ হওয়ার কথা ৩১ জুলাই। তার আগেই বুধবার ‘আনলক ৩’ (Unlock 3)-র নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। এ দিন স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) ‘আনলক ৩’ নির্দেশিকা জারি করে জানায়, নতুন নির্দেশিকা অনুযায়ী নাইট কারফিউ (Night Curfew) প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, রাতের বেলা সাধারণ মানুষের চলাচলের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। তবে সংক্রামিত অঞ্চলগুলিতে বিভিন্ন রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা বহাল থাকবে।


যা বন্ধ থাকবে:
মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অনুষ্ঠান বাড়ি, সামাজিক/রাজনৈতিক/ খেলাধুলো/বিনোদন/শিক্ষাকেন্দ্রিক/সাংস্কৃতিক/ধর্মীয় জমায়েত।



স্কুল-কলেজ:
স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্কুল-কলেজ এবং অন্য়ান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ‘আনলক ৩’ চালু হলেও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সিদ্ধান্ত মতোই কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন জারি থাকবে। কেন্দ্র জানায়, সে ক্ষেত্রে কড়াকড়ি শিথিলের সিদ্ধান্ত শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিই নিতে পারবে। এর আগে স্বাধীনতা দিসব উদ্‌যাপন নিয়ে বিশেষ নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি ভাবে স্বাধীনতা দিবস (Independence Day) উদ্‌যাপনে কোনো বড়োসড়ো জমায়েত এড়িয়ে চলতে হবে। করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ ঠেকাতে প্রযুক্তির ব্যবহার করে বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে হবে।
Blogger দ্বারা পরিচালিত.