লকডাউনে ভারতে আটকে ৬ মাস, আর দেশেই ফিরতে চান না এই মার্কিন নাগরিক
Odd বাংলা ডেস্ক: ভারতে বেড়াতে এসেছিলেন মার্কিন নাগরিক জনি পিয়ার্স। ঘুণাক্ষরেও ভাবেননি ভিন দেশে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ছ'মাসে গোটা বিশ্বের দখল নিয়েছে করোনা, আর কেরালায় আটকে পড়েছেন ৭৪ বছর বয়সী এই মার্কিন বৃদ্ধ।
তবে লকডাউনে ভারতের প্রেমে পড়ে গেছেন তিনি। সব দেখেশুনে আপাতত তার মনে হচ্ছে, সবচেয়ে নির্ভরযোগ্য ঠাঁই ভারতই। এখান থেকেই নতুন জীবন শুরু করতে চান জনি। তার জন্য হাইকোর্টেও গিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে জনি পিয়ার্স বলেন, আমি চাই ভারতেই থিতু হতে।
আদালতের কাছে আমার আবেদন, আমার টুরিস্ট ভিসা বিজনেস ভিসায় রূপান্তরিত করা হোক।
গোটা বিশ্ব পরিস্থিতি সম্পর্কেই ওয়াকিবহাল ৭৪ বছর বয়সি এই বৃদ্ধ। আমেরিকার পরিস্থিতি তাকে চরম অখুশিই করেছে। তিনি বলেন, 'ওখানে বিশৃঙ্খলা চলছে। সরকার কোনো রকম দায়িত্ব নিচ্ছে না। উল্টোদিকে ভারতে সরকার অনেক বেশি সতর্কতার সঙ্গে কাজ করছে। এই কারণেই আমি এখানে থাকতে চাই।'
আপাতত আদালতে জনি আর্জি জানিয়েছেন, তাকে যাতে আরো অন্তত ১৮০ দিন থাকতে দেওয়া হয়। তবে জনির আক্ষেপ একটাই, তার সঙ্গে পরিবার নেই। তিনি বলেন, 'আমার ওদের জন্য মন খারাপ হয়। ওরা বিপদের মধ্যেই দিন কাটাচ্ছে, এই সময়টা ওরা আমার সঙ্গে থাকলেই সবচেয়ে স্বস্তিতে থাকতে পারতাম।'
Post a Comment