দেখুন তো এই লোকটাকে চিনতে পারছেন কিনা? আজ তার জন্মদিন
Odd বাংলা ডেস্ক: এই বৃদ্ধ ভদ্রলোকটিকে চিনতে নিশ্চয় খুব অসুবিধা হচ্ছে। ইন্টারনেটের কোথাও এই ছবিটি দেখতে পাবেন না। এটা আর কেউ নন। স্বয়ং উত্তম কুমার। আজ তার প্রয়াণ দিবসে দেখুন তার এই অজানা ছবি। শিল্পী সংসদ প্রযোজিত 'আলিবাবা' নাটকে মুস্তাফার রূপসজ্জায় বসে রয়েছেন তিনি। ছবিটি তুলেছিলেন ১৯৭২ সালে 'অন্তরঙ্গ' পত্রিকার চিত্র সংবাদিক সমর দাস। আজ সেই সমর দাসও নেই, অন্তরঙ্গ পত্রিকাও নেই আর সবচেয়ে দুঃখের বিষয় মহানায়ক নিজেই নেই।
Post a Comment