ভিডিও কলে ডাক্তার, বাড়িতেই অন্তঃসত্ত্বাকে প্রসব করালেন প্রতিবেশীরা!


Odd বাংলা ডেস্ক: করোনাকালে নানা অমানবিকতার ঘটনা আমরা দেখেছি। তবে এবার অমানবিকতা নয়,মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কর্নাটকের কিট্টুর চেন্নাম্মা স্ট্রিটের বাসিন্দারা। হাত গুটিয়ে বসে থাকা নয় বরং জীবনের ঝুঁকি নিয়ে এক অন্তঃসত্ত্বার পাশে এসে দাঁড়ালেন প্রতিবেশীরা। ভিডিও কলে সঙ্গ দিলেন ডাক্তার। 

তার পরামর্শ শুনে শুনে হল সন্তান প্রসব। মা ও পুত্র সন্তান বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। কিট্টুর চেন্নাম্মা স্ট্রিটের বাসিন্দা বাসবী পাথেপুরের সন্তানের জন্ম হওয়ার কথা ছিল জুলাইয়ের শেষের দিকে। রবিবার দুপুর ২.৩০ টা নাগাদ হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। লকডাউনের কারণে অ্যাম্বুলান্স ডাকার প্রচেষ্টা সত্ত্বেও কোনো ব্যবস্থা করা যায়নি। 

জানা গেছে, এক নার্স কভিডে আক্রান্ত হওয়ার পর সিল করে দেওয়া হয়েছিল স্থানীয় হানাগাল তালুক হাসপাতাল। ফলে অন্তঃসত্ত্বার জন্য কোনো অ্যাম্বুলান্স বা গাড়ি জোগাড় করা যায়নি। এ দিকে, তীব্র প্রসব বেদনায় তার চিত্‍‌কার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরা। 

 তাদেরই একজন হানাগালের বাসিন্দা জ্যোতি মাডি। তিনি বেঙ্গালুরুতে কাজ করেন। জ্যোতি জানালেন, আমি সঙ্গে সঙ্গে আমার প্রতিবেশী ডা. প্রিয়াঙ্কা মানতাগিকে ফোন করি। তিনি হুব্বালি কেএমসি হাসপাতালে কাজ করেন। তিনি আমাদের বলেন, ভিডিও কলে তিনি যা করতে বলবেন, তাই যেন করা হয়। বাসবীকে সাহসও দিতে থাকেন তিনি।' 

 এরপর আর সময় নষ্ট না-করে ডাক্তার প্রিয়াঙ্কাকে ভিডিও কলে নেন জ্যোতি। ডাক্তারের নির্দেশ মেনে কাজ করে যান প্রতিবেশীরা। নিরলস প্রচেষ্টার পর অবশেষে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন বাসবী। জ্যোতির কথায়, 'ডা. প্রিয়াঙ্কা সময়মতো সাহায্যা করায় আমরা দুটো জীবন বাঁচাতে পেরেছি। এর আগে আমাদের কারো প্রসব করানোর অভিজ্ঞতা ছিল না। 

তবে ডাক্তারের সাহস জোগানোর জন্যই আমরা এটা করতে পেরেছি।' বাসবী জানিয়েছেন, তিনি সব আশা ছেড়ে দিয়েছিলেন। তার কথায়, 'প্রতিবেশীরা যে সাহস ও উপস্থিত বুদ্ধি দেখিয়েছেন, সংকটের সময় আমার পাশে থেকেছেন, তাকে কুর্নিশ জানাচ্ছি।'
Blogger দ্বারা পরিচালিত.