"গরিবদের সাহায্য করতেই অপরাধ জগতে নাম লেখান রবিন হুড বিকাশ!"
Odd বাংলা ডেস্ক: অনেক ছোট বয়স থেকেই অপরাধ জগতে হাতেখড়ি অ্যানকাউন্টারে নিহত গ্যাংস্টার বিকাশ দুবের। একটি হিন্দি দৈনিকে প্রচারিত খবর অনুযায়ী, তিনি নাকি কলেজেই বন্দুক নিয়ে যেতেন। ধীরে ধীরে পাকাপোক্ত অপরাধী হয়ে ওঠেন বিকাশ। খুন, ডাকাতি, অপহরণ, জমি দখলের মতো একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১৯৯০ সালে প্রথম অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে।
একটি সাক্ষাৎকারে বিকাশ দাবি করেন, গরিবদের সাহায্য করতেই এসব কাজ করতেন তিনি। গরিবদের জন্য তাঁর দরজা সব সময় খোলা।
বিকাশ দুবের সব অপরাধ সম্পর্কেই জানতেন তাঁর স্ত্রী রিচা দুবে। একসময় রাজনৈতিক বিভিন্ন কর্তাব্যক্তির কাছের লোক হয়ে ওঠে সে। ফলে অনেক ক্ষেত্রে অপরাধ করে খুব সহজেই আইনের হাত থেকে বেঁচে যেতে শুরু করে বিকাশ দুবে।
২০০১ সালে উত্তর প্রদেশের এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সে সময় পুলিশ তাকে ধরতে পারেনি। ঘটনার চার মাস পর আত্মসমর্পণ করে সে, কিন্তু তখনো কোনো পুলিশ সদস্য তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়নি। ফলে আদালত তাকে প্রমাণের অভাবে ছেড়ে দেন।
২০২০ সালে ফের কানপুরে ৮ পুলিশ সদস্য ঝাঁঝরা হয়ে যান বিকাশ দুবের গুলিতে। এবারের গ্রেপ্তার নিয়ে অনেক নাটকীয়তা রয়েছে। তবে বিকাশ দুবের 'খেল খতম'-এর পরতে পরতেও রয়েছে রহস্য।
Post a Comment