বিকাশ দুবেকে বলা হচ্ছে 'ব্রাহ্মণ বাঘ', কীভাবে ৩ রাজ্য অতিক্রম করল, সেই নিয়ে বিতর্ক



Odd বাংলা ডেস্ক: গ্রেফতার হওয়ার পর টানা ৮ ঘণ্টা জেরা করা হয়েছে গ্যাংস্টার বিকাশ দুবেকে। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। তারা জানিয়েছে, নিয়মিত উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ আধিকারিকরা এও বলেছেন যে বুধবার সকালে বিকাশ দুবেকে পাকড়াও করার অভিযানে মধ্যপ্রদেশ পুলিশ খুবই ভাল কাজ করেছে। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো এ বারেও হাতছাড়া হয়ে যেত বিকাশ।

অন্যদিকে জানা গিয়েছে, বিকাশ দুবেকে এ বার হেফাজতে নেবে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, লখনউ থেকে বিকাশের স্ত্রী রিচা দুবে এবং তার ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। লখনউয়ের কৃষ্ণনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। জানা গিয়েছে, আজ উজ্জয়ীনীর মহাকাল মন্দিরে গিয়ে ২৫০ টাকার ভিআইপি টিকিট কেটেছিল বিকাশ এবং তার নাম-পরিচয় জানতে যাওয়ায় ভুয়ো পরিচয় দেয় সে।পুলিশের দাবি এ কথা জেরায় জানিয়েছে বিকাশ নিজেই।

কিন্তু কংগ্রেস নেতারা দাবি করছে যে বিকাশ একজন ক্রিমিনাল। কিন্তু উত্তরপ্রদেশের ব্রাহ্মণ রাজনীতির নাকি নিয়ন্ত্রক সে। ফলে আর কিছু না হোক তার মৃত্যুদণ্ড হবে না। 
Blogger দ্বারা পরিচালিত.