সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটির লেনদেনে ঘনাচ্ছে সন্দেহ, তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


Odd বাংলা ডেস্ক: প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় দেড় মাস পর মৌনতা ভেঙে সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তাঁর বাবা কেকে সিং। রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। এফআইআর-এ তিনি পুলিশকে জানিয়েছেন, সুশান্তের কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা এমন একটি অ্যাকাউন্টে সরানো হয়েছে, যার সঙ্গে সুশান্তের কোনও সম্পর্ক নেই। এই ১৫ কোটি টাকা কার অ্যাকাউন্টে গিয়েছে, তার সঙ্গে রিয়া চক্রবর্তী কিংবা তাঁর পরিবারের কেউ জড়িত কিনা তা দেখতে এবার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

সূত্রের খবর, ইতিমধ্যেই বিহার পুলিশের থেকে সুশান্তের বাবার করা এফআইআর-এর কপি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধেই আর্থিক তছরুপের কোনও মামলা রুজু করা হয়নি। এফআইআর-এর সবটা খুঁটিয়ে দেখে তারপরই বিবেচনা করা হবে। সুশান্তের বাবা সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক-সহ মোট ৫ জনের বিরুদ্ধে চুরি, আত্মহত্যায় প্ররোচনার মতো অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মুম্বই গিয়ে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। সুশান্তের বাবার তরফে রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে আত্মহত্যায় প্ররোচনা, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি হাতিয়ে নেওয়া ইত্যাদি রয়েছে।

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে গলায় ফাঁস লাগার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। নবীন অভিনেতার এমন আকস্মিক পরিণতি মেনে নিতে পারেনি তাঁর ভক্তরা। বিভিন্ন মহল থেকে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করা হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন রিয়াও। তবে সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এস বোবদে জানিয়েছেন, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত হবে না। বম্বে হাইকোর্টে এর আপিল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
Blogger দ্বারা পরিচালিত.