পাশের হারে রেকর্ড, মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চ মাধ্যমিকে কলকাতা এসেছে এগিয়ে



Odd বাংলা ডেস্ক: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পাসের হারে রেকর্ড ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করেও উচ্চমাধ্যমিকে ঐতিহাসিক ফল ৷ নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সর্বকালের পরীক্ষার ইতিহাসে মোট পরীক্ষার্থীর ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস করেছেন প্রথম বিভাগে ৷ যা এযাবৎকালের কোনও পরীক্ষায় হয়নি ৷ মেধাতালিকা ছাড়াই প্রকাশিত এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ৷ মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাস করেছেন ৯০.১৩ শতাংশ ৷ ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷ গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ রেকর্ড ৬০ শতাংশ নম্বর অর্থাৎ প্রথম বিভাগ পাওয়ার ক্ষেত্রেও ৷ সংসদ সভাপতি জানিয়েছেন এবারে প্রথম বিভাগে পাস করেছেন ৩ লক্ষ ২২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী ৷ এছাড়া ছেলেদের পাসের হার ৯০.৪৪ শতাংশ ৷ মেয়েদের পাসের হারও তার সমান ৷ উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাসের হার ৯০%-র বেশি ৷ ৯৮.৮৩ শতাংশ নিয়ে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৷ বাণিজ্য বিভাগে পাসের হার ৯২.২২ শতাংশ৷ কলা বিভাগে পাসের হার ৮৮.৭৪ শতাংশ ৷ অন্যান্যবারের থেকে বিজ্ঞানবিভাগে বেড়েছে পাসের হার ৷


মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ কলকাতা সহ উল্লেখযোগ্য ফল করেছে ১১টি জেলা ৷ তার মধ্যে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, উত্তর ২৪ পরগণা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ৷ নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷ সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.exametc.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷ সংসদের তরফে জানানো হয়েছে যারা এদিনের রেজাল্টে সন্তুষ্ট হবেন না, তারা মুচলেকা জমা দিলে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হবে ৷ তবে সেক্ষেত্রে ওই পরীক্ষার ফল যাই হোক না কেন তাকেই চুড়ান্ত বলে মানা হবে ৷ যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলিতেই স্ক্রুটিনির জন্যে আবেদন করা যাবে ৩১ অগাস্টের মধ্যে ৷
Blogger দ্বারা পরিচালিত.