একদিনে রেকর্ড সংক্রমণ রাজ্যে, নতুন করে করোনায় আক্রান্ত হলেন প্রায় ১৭০০ মানুষ!
Odd বাংলা ডেস্ক: প্রতিদিনই রেকর্ড সংখ্যায় সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, একদিনে সংক্রমিত হয়েছে ১,৬৯০ জন। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৬,১১৭। ধীর গতিতে হলেও ক্রমশই ঊর্ধমুখী করোনা আক্রান্তের সংখ্যা।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। এর ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০২৩। বর্তমানে ১৩,৬৭৯ জন করোনা রোগী চিকিৎসাধীন। তবে হস্পতিবার ৭৩৫ জন রোগী সেরে উঠেছেন। ফলে রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হলে উঠলেন ২১ হাজার ৪১৪ জন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৫৯.২৯%-এ এসে দাঁড়াল।
স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যায় করোনার পরীক্ষাও হয়েছে। এদিন মোট ১৩,১৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা পরীক্ষার ৬.৫ লক্ষের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।
Post a Comment