৩:৩০ মিনিটে প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, কোন ওয়েবসাইটে দেখা যাবে জানুন



Odd বাংলা ডেস্ক:  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আজ, শুক্রবার ৷ বেলা ৩:৩০ মিনিট ফল প্রকাশ হবে ৷ ওয়েবসাইটে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা রেজাল্ট দেখতে পারবেন বিকেল ৪টে থেকে ৷ ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস৷ রেজাল্ট দেখতে লগ ইন করুন 

wbresults.nic.in,
www.exametc.com,
www.results.shiksha,
www.westbengal.shiksha,
www.westbengalonline.in,
www.indiaresults.com,
www.jagranjosh.com,
www.technoindiagroup.com,
www.technoindiauniversity.ac.in,
http://tigpublicschool.org এবং
www.fastresult.in

 ৷ রেজাল্ট জানার পাশাপাশি কোন বিষয় কত নম্বর পাওয়া গিয়েছে তাও দেখা যাবে ৷ মার্কশিট প্রিন্ট করুন -র ওয়েবসাইটেই ৷ সংসদ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট ৩১ জুলাই জেলার ৫২টি বিতরণ কেন্দ্র পৌঁছে যাবে ৷ তার পরে স্বাস্থ্যবিধি মেনে যত দ্রুত সম্ভব অভিভাবক বা পরীক্ষার্থীর হাতে মার্কশিট তুলে দেওয়া হবে ৷ কিন্তু তার আগে ওয়েবসাইটই ভরসা ৷ আজ, শুক্রবারই রেজাল্ট দেখতে ও মার্কশিট প্রিন্ট করতে অবশ্যই লগ ইন করুন
Blogger দ্বারা পরিচালিত.