আগামীকাল গোটা রাজ্য ঘরবন্দি, লকডাউনে কী কী পরিষেবা পাবেন?



Odd বাংলা ডেস্ক: রাজ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণের সেই শৃঙ্খল ভাঙতে ফের লকডাউনে (Lockdown) যাচ্ছে রাজ্য। তবে এ বার আর টানা লকডাউন নয়, সপ্তাহে দু’ দিন করে। লকডাউনে কী পরিষেবা পাওয়া যাবে আর কী যাবে না, সেই নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেগুলি একবার দেখে নিন।

লকডাউনে যে যে পরিষেবা চালু থাকবে
১) স্বাস্থ্য পরিষেবা (Health Service)। সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা।
২) ওষুধ ও চিকিৎসা সামগ্রীর দোকান ।
৩) পুলিশ, আদালত, সংশোধনাগার, দমকল ও জরুরিকালীন পরিষেবা।
৪) বিদ্যুৎ, জল ও জঞ্জাল সাফাই পরিষেবা।
৫) শিল্পোৎপাদনের কাজ চলতে পারে, যদি কর্মীরা কারখানাতেই থাকেন।
৬) কৃষি আর চা-বাগানের কাজে চলবে।
৭) অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিবহণ।
৮) সেবির (SEBI) নির্দেশ মেনে ই-কমার্স, ক্যাপিটাল ও ডেবিট মার্কেট।
৯) মুদ্রণ, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়া।
১০) রান্না করা খাবারের হোম ডেলিভারি।
১১) লকডাউনের মধ্যেও অনেক গাড়িই বেরোবে, তাদের পরিষেবা দেওয়ার জন্য পেট্রোল পাম্প খোলা থাকবে।
১২) দুধ, গ্যাসের দোকান

লকডাউনে যা বন্ধ থাকবে

১) রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক
২) গণপরিবহণ
৩) ওষুধ, দুধ আর গ্যাস ছাড়া সমস্ত দোকান, বাজার।
৪) সরকারি-বেসরকারি অফিস
৫) শপিং মল
৬) পোস্ট অফিস।
৭) সব ধর্মীয় স্থান।
Blogger দ্বারা পরিচালিত.