'করোনা নিয়ন্ত্রণ সম্ভব', এশিয়ার বৃহত্তম মুম্বইয়ের 'ধারাভি' বস্তির উদাহরণ দিয়ে জানাল WHO


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে যখন উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ তখন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব, এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, গত ৬ সপ্তাহে করোনা মামলার সংখ্যা দ্বিগুণের চেয়েও বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাও করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব। 

হু প্রধান টেড্রোস আধনম জানিয়েছেন, ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের বৃহত্তম বস্তির উদাহরণ থেকে প্রমাণিত হয়েছে যে, করোনার প্রকোপ খারাপ হলেও, আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে ভাইরাসটিকে এখনও নিয়ন্ত্রণে আনা যেতে পারে। জেনেভাতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গত ছয় সপ্তাহের মধ্যে করোনা মামলার সংখ্যা দ্বিগুণেরও চেয়েও বেশি হয়েছে। তবে বিশ্বজুড়ে এমন অনেক উদাহরণ রয়েছে যা দেখিয়ে দিয়েছে যে প্রাদুর্ভাব খুব তীব্র হলেও, এটি এখনও নিয়ন্ত্রণে আনা যেতে পারে। উদাহরণস্বরূপ ইতালি, স্পেন এবং দক্ষিণ কোরিয়া, এমনকি ধারাভিতেও (মুম্বই মেগাসিটির এক ঘনসন্নিবিষ্ট অঞ্চল)- টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন এবং চিকিৎসাই হল সংক্রমণের শৃঙ্খল ভেঙে ভাইরাস দমন করার মূল চাবিকাঠি।'

শুক্রবার সংবাদ সংস্থা এএফপি-র তরফে প্রকাশিত এবং সরকারী সূত্রে প্রাপ্ত একটি রিপোর্টে বলা হয়েছে, গত ডিসেম্বরে চিনে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী কমপক্ষে ৫৫৫,০০০ মানুষের প্রাণ কেড়েছে। ১৯৬টি দেশে ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১২.৩ মিলিয়ন মামলা নিবন্ধিত হয়েছে। তবে হু প্রধান দাবি করেছেন, কেবল আগ্রাসী পদক্ষেপ এবং জাতীয় ঐক্য এই মহামারি পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.