এই মা'কে স্যালুট জানাচ্ছে পুরো দিল্লি, কিন্তু কেন?



Odd বাংলা ডেস্ক: মোটর সাইকেলে করে এসেছিলে দুই অপহরণকারী। মায়ের কোল থেকে চার বছরের শিশুকে দ্রুত গিয়ে মোটরসাইকেলে বসে। মোটরসাইকেল স্টার্ট দেওয়াই রয়েছে। সে সময় মা যেন প্রায় উড়ে এসেই নিজের সন্তানকে ছিনিয়ে নিলেন। মোটোরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ভয়ে এক অপহরণোকারী পালিয়েই গেল। আরেকজনকে মোটরসাইকেলকে চেপে ধরে ক্রমাগত চিৎকার করে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বদিল্লির শাকরপুরের এক মহল্লায়। পুরো দৃশ্যটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেছে। আর এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। দিল্লির মানুষজন এই মা'কে স্যালুট জানাচ্ছেন। আর জানাবেনই না কেন? যে ক্ষিপ্র গতিতে নিজের সন্তানকে অপহরণকারীদের নিকট থেকে রক্ষা করেছেন তা সত্যিই বিস্ময়কর। অবশ্য দুই অপহরণকারীকে পুলিশ পরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ।
Blogger দ্বারা পরিচালিত.