সুশান্তের মৃত্যুর আগেই উইকিপিডিয়ায় মৃত লেখা হয়েছিল? রহস্য আরও বেড়ে গেল
Odd বাংলা ডেস্ক: গত মাসের ১৪ জুন বান্দ্রার নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সুশান্তের মর্মান্তিক মৃত্যুর পর শোক ক্রমশ প্রতিবাদের আকার নিয়েছে। কখনও বলিউডের মাথাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন নেটিজেনরা কখনও সরাসরি কেউ অভিযোগ তুলেছেন, আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। সেই ধারাবাহিকতাতেই নতুন সংযোজন, তরুণ অভিনেতার মৃত্যুক্ষণ নিয়ে উইকিপিডিয়ার আপডেটের সময়। এনিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
এই বিষয়টির কয়েকটি স্ক্রিন শট ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, সকাল ৮ট ৫৯ মিনিট নাগাদ উইকিপিডিয়ায় সুশান্তের মৃত্যুক্ষণ আপডেট করা হয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেহ প্রকাশ করেছেন ভক্তরা। কী করে সম্ভব? মৃত্যুর দেড় ঘণ্টা আগে কিভাবে আপডেট হলো উইকিপিডিয়ায়? তাহলে কি সবটাই চিত্রনাট্যের মতো সাজানো? সুশান্তকে কি তাহলে খুনই করা হয়েছে? না হলে দেড় ঘণ্টা আগে কিভাবে এই তথ্য আপডেট হলো?
এই স্ক্রিন শট সামনে আসার পরই সুশান্তের ভক্তরা ঢেউ তুলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সিবিআই থেকে মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; দৃষ্টি আকর্ষণের পালা চলছে। দাবি ওঠেছে, আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কে আপডেট করেছেন তাকে ধরতে। তাহলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। কিন্তু আসল সত্যিটা কী? সত্যিই কি সুশান্তের মৃত্যুর প্রায় ৮৯ মিনিট আগে উইকিতে আপডেট করা হয়েছিল?
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উইকিপিডিয়াকে বলা হয় তথ্যের মহাসমুদ্র। এই ফ্রি এনসাইক্লোপিডিয়ায় যে কেউ যে কোনো কিছু সম্পর্কে যখন খুশি তখন তথ্য আপডেট করতে পারেন। অতীতেও দেখা গেছে, বহু বিখ্যাত ব্যক্তি জীবিত রয়েছেন তবু তাদের উইকি প্রোফাইলে মৃত্যু দিন লেখা হয়ে গেছে। গত লোকসভা ভোটের সময়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গেই এই ঘটনা ঘটেছিল। রসিকতা করে আসানসোলের সাংসদ টুইট করে বলেছিলেন, বিশ্বাস করুন! আমি বেঁচে আছি!
উইকিপিডিয়ায় তথ্য আপডেট হয় ইউটিসি অনুযায়ী।
ইউটিসি কী? যার পুরো কথা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট। অর্থাৎ বিশ্ব সময় সূচক। ইউটিসি আর আইএসটির (ইন্ডিয়ায়ন স্ট্যান্ডার্ড টাইম) মধ্যে সাড়ে পাঁচ ঘণ্টার পার্থক্য। ভারতীয় সময়ের থেকে ইউটিসি সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে। অর্থাৎ উইকিপিডিয়ায় যা সকাল ৮টা ৫৯ মিনিট হিসেবে দেখা যাচ্ছে তা আসলে ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো ২৯ মিনিট। মানে সুশান্তের মৃত্যুর চার ঘণ্টা পর।
দ্য ওয়ালের এক খবরে বলা হয়, আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানা গেছে, রাজধানী দিল্লি থেকে ওই তথ্য আপডেট করা হয়েছে। অর্থাৎ দেশের বাইরের কেউ তা করেছেন এমনো নয়। সব মিলিয়ে স্পষ্ট এই উইকিপিডিয়ার আপডেট নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে তা অমূলক ও ভিত্তিহীন।
Post a Comment