করোনায় মৃতের নিরিখে ষষ্ঠ স্থানে উঠে এল ভারত, দেশে একদিনে আক্রান্ত ৪৮,৯১৬ মানুষ!


Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনা মহামারির জেরে মৃতের সমখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে, আর এর সঙ্গে সঙ্গে সারা বিশ্বে করোনা মৃত্যুর নিরিখে ভারতের স্থান উঠে এল ছয় নম্বরে। ভারতে মৃত্যুর হার ২.৩৮ শতাংশ, যেখানে সারা বিশ্বে গড় ৪.০৭ শতাংশ।

সারা বিশ্বে  মৃত্যুর নিরিখে তালিকায় প্রথম পাঁচে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো এবং ইতালি। ফ্রান্সকে পিছনে ফেলে ৬ নম্বরে উঠে এসেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে সারা দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯১৬জন! যার ফসে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১। পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৩১ হাজার ৩৫৮। 

সারা দেশে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ কেসের সঙ্গে ৪ লক্ষ ৫৬ হাজার ৭১ এবং করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১। করোনার জেরে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫৭ লক্ষ ৩৬ হাজার ৪৯৯ জন এবং এই মারণ ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ৫৭৭ জন। সারা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লক্ষ ৮৬ হাজার ৪৭০ জন। 
Blogger দ্বারা পরিচালিত.