প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, ওড়িশায় দেখা গেল হলুদ কচ্ছপ!
Odd বাংলা ডেস্ক: ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরত্বে ওড়িশার বালাসোর জেলার একটি গ্রামে রবিবার দেখা গিয়েছে এক বিরল কচ্ছপ, যার গালের রঙ একেবারে কাঁচা হলুদ। এক বর্ষীয়ান বন্যপ্রাণী কর্মকর্তার কথায় এই কচ্ছপটি নিঃসন্দেহে বিরল। সংবাদ সংস্থা এএনআই-এ তিনি বলেন, কচ্ছপের গোটা খোলস এবং তার চামড়ার রঙ সম্পূর্ণ হলুদ, তিনি তাঁর অভিজ্ঞতায় এমন অদ্ভূত দর্শন কচ্ছপ কোনওদিনও দেখেননি।
রবিবার বালাসোর জেলার সুজনপুর গ্রাম থেকে স্থানীয় বাসিন্দারা এই হলুদ কচ্ছপটিকে উদ্ধার করেছিল। এরপর তারা বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেয়।
A rare yellow turtle was spotted & rescued in Balasore, Odisha yesterday.— Susanta Nanda IFS (@susantananda3) July 20, 2020
Most probably it was an albino. One such aberration was recorded by locals in Sindh few years back. pic.twitter.com/ZHAN8bVccU
আইএফএস সুশান্ত নন্দা কচ্ছপটির একটি ভিডিও টুইটারে শেয়ার করে লেখেন, খুব সম্ভবত কচ্ছপটির অ্যালবিনো (albino) রয়েছে। কচ্ছপটির আরও একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, কচ্ছপটির গোলাপি চোখ বলে দিচ্ছে যে, এক অ্যালবিনিজম রয়েছে। প্রসঙ্গত, অ্যালবিনিজম হল একটি জন্মগত ব্যাধি, যা চুল, চোখ এবং ত্বককে বিবর্ণ করে দেয়। মানুষ সহ অন্যান্য প্রাণী যেমন বাঘ, সিংহ, কুমির, পাখির ছাড়াও আরও নানা প্রজাতির প্রাণীর মধ্যে অ্যালবিনিজম দেখা যায়।
Close snap of the same. Mark the pink eyes, one indicative feature of albinism. pic.twitter.com/MfXrXVYbfH— Susanta Nanda IFS (@susantananda3) July 20, 2020
Post a Comment