'রাম রাজ্য' থেকে বানরবাহিনি সরাতে নিযুক্ত করা হল ১০০০ স্বেচ্ছাসেবক!


Odd বাংলা ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যে অযোধ্যায় রামজন্মভূমি প্রাঙ্গণে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে থেকেই গোটা অযোধ্যাজুড়ে বানরবাহিনী সরানোর জন্য নিযুক্ত করা হয়েছে বিপুল পরিমাণে স্বেচ্ছাসেবক, যার মধ্যে রয়েছেন স্যানিটেশনকর্মী, হোম গার্ডও। 

স্থানীয় প্রশাসনের অনুমান, অযোধ্যাতে প্রায় ১০,০০০ বানর রয়েছে। অযোধ্যার রাম জন্মভূমিস্থলে আমন্ত্রিত অতিথিদের বানরের আক্রমণের হাত থেকে বাঁচাতে প্রায় ১০০০ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত কার হয়েছে। 

রাম মন্দিরের ভূমি পূজন সংক্রান্ত আরও খবর পড়ুন এই লিঙ্কে

ভূমি পূজন অনুষ্ঠানের সময় বানররা যাতে কোনও উৎপাত সৃষ্টি না করতে পারে, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের তরফে সরকারী কর্মচারীদের একটি বিশাল দলকে সাইট থেকে বানরকে সরানোর কাজে নিযুক্ত করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.