মহারাষ্ট্রে করোনাকে জয় করলেন ১০৭ বছরের বৃদ্ধা ও তাঁর ৭৮ বছরের মেয়ে
Odd বাংলা ডেস্ক: কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষদের শরীরে বেশি করে থাবা বসাচ্ছে করোনা। বিশেষত বয়স্ক মানুষদের শরীরেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর সেইকারণে বয়স্ক মানুষরাই করোনার সফ্ট টার্গেট। কিন্তু এই মারণ ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১০৭ বছরের এক বৃদ্ধা। বয়স্ক মানুষদের যেখানে করোনায় মৃতের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে মহারাষ্ট্রে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন ১০৭ বছরের বৃদ্ধা এবং তাঁর ৭৮ বছর বয়স্ক মেয়ে।
বৃহস্পতিবার ওই বৃদ্ধা এবং তাঁরা কন্যা সহ পরিবারের আরও তিন সদস্যকে জালনা শহরের কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন অর্চনা ভোঁসালে জানিয়েছেন, শতায়ু ওই বৃদ্ধা, তাঁর ৭৮ বছরের মেয়ে, 65 বছরের ছেলে এবং দুই নাতি-নাতনি, যাদের বয়স যথাক্রমে ২৭ এবং ১৭ বছর, তাঁরা সকলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে করোনভাইরাসের সঙ্গে লড়াই করছিলেন। তাঁরা সকলেই এখন সুস্থ এবং তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
Post a Comment