স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত উপত্যকা, জঙ্গি হামলায় শহিদ দুই পুলিশকর্মী


Odd বাংলা ডেস্ক: স্বাধীনতী দিবসের প্রাক্কালে ফের উত্তাল হয়ে উঠল উপত্যকা। আজ সকালে শ্রীনগরের উপকণ্ঠে সন্ত্রাসীদের হামলায় জম্মু ও কাশ্মীরের দু'জন পুলিশকর্মী নিহত হয়েছেন ও অপর একজন আহত হয়েছে বলে খবর।নওগাম বাইপাস এলাকায় পুলিশের দল নিয়মিত নিরাপত্তা ডিউটিতে থাকার সময়ে তাঁরা সন্ত্রাসবাদীদের গুলির মুখে পড়েন। হামলার পরে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে খবর।

গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করা হল। বুধবার শ্রীনগর-বারমুল্লা মহাসড়কের হাইগামে সেনাবাহিনীর ওপর হামলা করা হলে ক্যুইক রিয়্যাকশন টিম-এর একজন সেনা আহত হন। বিশেষত স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি থাকে সেখানে আজকের জঙ্গিহামলা নিঃসন্দেহে উদ্বেগের। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় তিন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছিলেন এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দু'জন চিকিৎসা চলাকালীনই মারা যান। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, নওগাঁও বাইপাসের কাছে সন্ত্রাসীরা পুলিশের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। তিন পুলিশ সদস্য আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দু'জন মৃত্যু বরণ করেছেন। সমগ্র অঞ্চলটিকে ঘিরে রাখা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.