৫ বাঙালি অভিনেতা-অভিনেত্রী, যাঁরা ২০২০-তে বলি-দুনিয়ায় বিশেষ অবদান রেখে গিয়েছেন


Odd বাংলা ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং অভিনেত্রীরা বরাবরই তাদের অভিনয়ের দ্বারা নিজেদের প্রমাণ করেছেন। কিন্তু এমনও কিছু অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যাঁদের অভিনয় বাংলার ভৌগলিক সীমানা পেরিয়ে পাড়ি দিয়েছে মুম্বইয়ে। আজকের প্রতিবেদনে আপনাদের জানাব এমনই ৫ অভিনেতা-অভিনেত্রীর কথা যাঁরা ২০২০ সালে বলিউডে কাজ করে সকলের নজর কেড়েছেন। 

১. পরমব্রত চট্টোপাধ্যায় - পরমব্রত চট্টোপাধ্যায় বলিউডে প্রথম পা রেছেছিলেন সুজয় ঘোষ পরিচালিত থ্রিলার 'কাহানি'র হাত ধরে। এই ছবিতে তিনি সাত্যকি সিনহা ওরফে রানা চরিত্রের মাধ্যমে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলে দর্শকের নজর কেড়েছিলেন। এছাড়াও তিনি বেশ কিছু হিন্দি সিনেমা করেছেন যেমন- 'গ্যাং অফ ঘোস্ট' , 'ইয়ারা সিলি সিলি', কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাগুলো ফ্লপ হয়। ২০১৮ সালে পরমব্রত অনুষ্কা শর্মার বিপরীতে 'পরি' ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি দর্শকরা পছন্দও করেন। সম্প্রতি 'বুলবুল' সিনেমায় খুব ছোটো চরিত্রে অভিনয় করলেও তিনি ছবিটিতে তার অভিনয়ের দুর্দান্ত ছাপ ফেলেছেন।

২. স্বস্তিকা মুখোপাধ্যায় - স্বস্তিকাকে 'পাতাল লোক' ওয়েব সিরিজে সকলেই খুব পছন্দ করেছিলেন। তাঁর চরিত্র খুব কম সময়ের হলেও মানসিক অবসাদে আক্রান্তের চরিত্রে অভিনয় তিনি সুন্দর ভাবেই ফুটিয়ে তুলেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "শুধুমাত্র চরিত্র বড় বা ছোটো বিচার করে অভিনয় করার কথা ভাবা একপ্রকার বোকামো। বুদ্ধিমানের কাজ হল একটি চরিত্রের গুরুত্বকে বুঝে তারপর সেটিকে অনস্ক্রিনে ফুটিয়ে তোলা। দর্শক তোমার অভিনয় সব সময়ের জন্য মনে রাখবে যদি তুমি ছোট অভিনয়ের মাধ্যমেও চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারো।" এছাড়াও তাঁকে 'দিল বেচারা' ছবিতে একজন বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, যা দর্শকরা ভীষণভাবে পছন্দ করেছেন। 

আরও পড়ুন- ওয়েব সিরিজের নামে নীল ছবি! গালি দিচ্ছে, তেমনি চুমু, হস্তমৈথুন, যৌনতা

৩. শ্বাশত চট্টোপাধ্যায় - শ্বাশত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা কেবল বাংলা ফিল্ম জগতেই সীমাবদ্ধ থাকার নয়, তা অনেক আগেই বোঝা গিয়েছে।'কাহানি' ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন শাশ্বত। এছাড়া 'জগ্গা জাসুস' ছবিতেও তিনি রনবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি 'দিল বেচারা' ছবিতে স্বস্তিকার বিপরীতে একজন বাঙালি বাবার চরিত্রে অভিনয় করেছেন। দর্শকরা এই ছবিটিতে তাঁদের দুই জনের অভিনয়কে খুব পছন্দ করেছিলেন। 

৪. যীশু সেনগুপ্ত - এই তালিকার বাকিদের তুলনায় যীশু সেনগুপ্ত সব থেকে বেশি হিন্দি সিনেমা করেছেন। তিনি ২০০৫ সালে প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন 'নেতাজি সুভাষ চন্দ্র বোস : দি ফরগটেন হিরো'। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও অভিনয় করেছেন, যেমন - কঙ্গনা রানাওয়াত, রানি মুখোপাধ্যায়, বিদ্যা বালন,দীপিকা পাডুকোন। তাঁর উল্লেখযোগ্য বলিউড সিনেমাগুলি হল- 'বরফি', এছাড়াও 'মর্দানি', 'মর্দানি ২', 'পিকু', 'মনিকর্ণিকা' এবং সম্প্রতি 'শকুন্তলা দেবী' ছবিতে অভিনয় করেছিলেন। তিনি বরাবরই তাঁর অভিনয়ের দ্বারা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এছাড়া তারা বাঙালি লুকের জন্যেও সকলে তাকে বিশেষ পছন্দ করেন।

৫. পাওলি দাম - পাওলি বাংলা সিনেমার জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন।পাওলি দামকে বলিউডের দর্শকরা 'হেট স্টোরি' সিনেমার জন্য মনে রাখলেও সম্প্রতি তিনি 'বুলবুল' চলচ্চিত্র এবং 'কালি' ওয়েব সিরিজে দর্শকের নজর কেড়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.