লকডাউনে কপালে ভাঁজ মধ্যবিত্তের, কেবল জুলাই মাসে কাজ হারিয়েছেন ৫ মিলিয়ন বেতনভুক কর্মচারী


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের জেরে জারি হওয়ার লকডাউনের ব্যপক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতি। আর এবার উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয়েছে, লকডাউনের কারণে গত জুলাই মাসে চাকরি হারিয়েছেন, পাঁচ মিলিয়ন বেতনভুক কর্মচারী। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি- পরিসংখ্যানে দেখা গিয়েছে এমনই তথ্য। 

২০২০ সালের এপ্রিলে ১৭.৭ মিলিয়ন বেতনভুক কর্মচারী চাকরি হারিয়েছিলেন। মে মাসে অতিরিক্ত ০.১ মিলিয়ন মানুষ কর্মহারা হয়েছিলেন। তারপরে জুন মাসে ৩.৯ মিলিয়ন চাকরিতে জয়েন করলেও। কিন্তু জুলাই মাসে আরও ৫ মিলিয়ন মানুষের চাকরি গিয়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি-র তুলে ধরে এমনই তথ্য। 
করোনা ভাইরাসের জেরে লকডাউনের ফলে ভারতের এক বিরাট সংখ্যক বেতনভুক কর্মচারীর চাকরি হারিয়ে আজ বেকার। এপ্রিল মাসে ১৭.৭ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছে। কিন্তু জুলাই মাসের মধ্যে তাদের লোকসান বেড়ে হয়েছে ১৮.৯ মিলিয়ন।' ​​বেতনভুক কর্মচারী যারা, তাদের আর্থিক ক্ষয়ক্ষতি পরিমাণ যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি জানিয়েছে, সাধারণত কোম্পানীর বেতনভুক কর্মচারীদের চাকরি নিয়ে টানাটানি হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। কিন্তু একবার চাকরি হালিয়ে গেলে তা পুনরুদ্ধারে যথেষ্ট বেগ পেতে হয়। আর এই মহামারি পরিস্থিতিতে ফের নতুন করে চাকরি পাওয়াটা এখন কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.