বাংলায় বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন ৫০০



Odd বাংলা ডেস্ক: একে একে দল ছাড়ছেন নেতা-কর্মীরা। সকলের মুখেই একই কথা, বিজেপিতে এসে মোহভঙ্গ হয়েছে। মোদীর দলের কথায় ও কাজে মিল নেই। কিন্তু অভিযোগ মানতে নারাজ দল। দলের নেতাদের দাবি, দলত্যাগী সকলেই দুর্নীতিগ্রস্ত। তাই তাদের তাড়ানো হয়েছে। গত বছর লোকসভা ভোটের আগে থেকেই জঙ্গলমহলে বাংলার শাসকদল তৃণমূলের রাশ আলগা হচ্ছিল। সেই সুযোগেই জমি মজবুত করছিল বিজেপি। উনিশের লোকসভা ভোটে জঙ্গলমহলে তৃণমূলকে জোর টক্কর দিয়ে গেরুয়া হয়ে ওঠে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। 

প্রতিটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের হারিয়ে দেন বিজেপি প্রার্থীরা। অভাবনীয় ফলে, বহু রাজনৈতিক নেতা, কর্মী সবুজ জামা খুলে ভিড়ে যান গেরুয়া শিবিরে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে ঝাড়গ্রামে। একটি ব্লকের প্রায় সব পর্যায়ের নেতা, কর্মীরাই দল ছেড়ে দিয়েছেন। দল ছাড়ছেন যুব নেতারাও। ওয়াকিবহাল মহলের মতে, সবমিলিয়ে দলত্যাগীর সংখ্যা পাঁচশোর কম নয়। দল ছাড়ছেন যাঁরা সকলেই বলছেন দলের প্রতি মোহভঙ্গ হয়েছে। 

বিজেপির নীতি-আদর্শের ঠিক নেই। অবশ্য জেলা বিজেপি নেতৃত্বের দাবি, যারা দল ছেড়েছেন সকলেই দুর্নীতিগ্রস্ত। তাই দলই তাদের বরখাস্ত করেছে। দলে কোনও দুর্নীতিগ্রস্তের জায়গা নেই, থাকবেও না। কিন্তু বিজেপির ভিতরের খবর রাখছে তৃণমূল। তারাও পাল্টা সুযোগে জঙ্গল মহলে দল ফের মজবুত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদা জঙ্গলমহলের জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটিতে স্থান দিয়েছেন। পুরুলিয়া, ঝাড়গ্রাম পুনরুদ্ধারে ছত্রধর দলের তুরুপের তাস হতে পারেন কী না- সেটাই দেখার।
Blogger দ্বারা পরিচালিত.