দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৬ হাজার, মৃত ৯০৪, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষের পথে
Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৮২ জন। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১৯ লক্ষ ৬৪ হাজার ৫৩৬। শেষ ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৯০৪ জন। যার ফলে দেশে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।
বৃহস্পতিবার সকালে দেশে করোনা করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে ৬৭.৬১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত যত মানুষের কোভিড টেস্ট করা হয়েছে তার মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ৮.৪৬ শতাংশ রোগী। ভারতে এখনও পর্যন্ত ২.২১ কোটিরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৬,৬৪,৯৪৯ জনের করোনা টেস্ট করা হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় যে ৫ টি রাজ্যে সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট, দ্বিতীয় স্থানে ব্রাজিল এবং তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত।
Post a Comment