সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ছাড়াল, সুস্থতার হার বেড়ে হল ৭৫.২৭%


Odd বাংলা ডেস্ক: গতকালই সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। এরপর শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪০৮ জন। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়ে হয়েছে ৩১ লক্ষ ৬ হাজার ৩৪৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিনে উঠে এসেছে এমনই তথ্য। 

পাশাপাশি গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৩৬জন, যার ফলে সারা দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৫৭ হাজার ৫৪২। এখনও পর্যন্ত সারা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৩ লক্ষ ৩৮ হাজার ৩৫জন। যার ফলে সারা দেশের সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৫.২৭ শতাংশ। 

সারা দেশের মধ্যে সবচেয়ে করোনা ক্ষতিগ্রস্থ রাজ্য হল মহারাষ্ট্র, যেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮২ হাজার ৩৮৩। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার ৩৮৫জন। তৃতীয়স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৩ লক্ষ ৫৩ হাজার ১১১), চতুর্থ স্থানে কর্ণাটক (২ লক্ষ ৭৭ হাজার ৮১৪), পঞ্চমস্থানে উত্তরপ্রদেশ (১ লক্ষ ৮৭ হাজার ৭৮১) এবং ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। 
Blogger দ্বারা পরিচালিত.