আনলক পর্বে মন্দির খোলার পর থেকে তিরুমালা তিরুপতির ৭৪৩জন কর্মীর শরীরে করোনার হদিশ! মৃত ৩


Odd বাংলা ডেস্ক: গত ১১ জুন থেকে তিরুমালার লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরের কিছু পুরোহিত-সহ তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি)-এর প্রায় ৭৪৩ জন কর্মীর শরীরে কোভিড পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর।

তিরুমালা তিরুপতি দেবস্থানমস-এর একজিকিউটিভ অফিসার অনিল কুমার সিংহল সাংবাদিকদের জানিয়েছেন, ৭৪৩ জন আক্রান্তের মধ্যে তিনজন কর্মচারী এই ভয়াবহ মহামারিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত ৪০২ জন কর্মী করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং ৩৩৮ জন এই মুহূর্তে চিকিৎসাধীন। 


তিনি আরও বলেন, করোনাভাইরাস কারণে জারি হওয়া লকডাউনের কারণে আড়াই মাস বন্ধ থাকার পর আনলক পর্যায়ে মন্দিরটি ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল গত ১১ জুন। তার পর থেকে এ পর্যন্ত এই বিপুল সংখ্যক কর্মী করোনায় আক্রান্ত হয়েছিল। 
Blogger দ্বারা পরিচালিত.