আমেদাবাদের কোভিড হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা মোদীর


Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ভোরে এক এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমেদাবাদের একটি কোভিড হাসপাতালে। বেসরকারি ওই হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ৮জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

এদিন ভোর ৩টে নাগাদ আমেদাবাদের নওরঙ্গপুরা এলাকার শ্রেয় হাসপাতালে অগ্নিকান্ডের সঙ্গে সঙ্গে আটটি ফায়ার ইঞ্জিন এবং দমকল বিভাগের ১০ টি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, মর্মান্তিক দুর্ঘটনায় আইসিইউ ওয়ার্ডে ভর্তি ৫জন পুরুষ এবং ৩জন মহিলা মারা গেছেন। ৫০ বেড-বিশিষ্ট এই হাসপাতালে দুর্ঘটনার সময়ে ৪৫ জন রোগী ভর্তি ছিলেন। বাকিদের উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এ স্থানান্তরিত করা হয়েছে। 


মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিছেন মোদী। এই ঘটনায় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয়ন রূপানী গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, আমেদাবাদের হাসপাতেল অগ্নিকাণ্ড যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 
Blogger দ্বারা পরিচালিত.