মহামারি পরিস্থিতিতে নেই বাস, পরীক্ষা দেওয়াতে ছেলেকে নিয়ে ১০৬কিমি পথ সাইকেলে পাড়ি দিনমজুর বাবার
Odd বাংলা ডেস্ক: সন্তানের জন্য বাবা-মায়েরা যা যা করতে পারেন তা হয়তো সাধারণ অর্থে ধারণার বাইরে। কারণ একজন সন্তানের ভালর জন্য মা-বাবার আত্মত্যাগ সত্যিই কল্পনার অতীত। করোনা মহামারির মধ্যেই স্কুলের পরীক্ষা দিতে যেতে হবে প্রায় ১০৬ কিলোমিটার দূরত্ব। কিন্তু মহামারির মধ্যে বাস চলাচল বন্ধ। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ছেলের পাশে এসে দাঁড়ালেন বাবা। বাবার সাইকেলে চেপেই ১০৬ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছল দশম শ্রেণীর পড়ুয়া আশিস।
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার শহরে। দিনমজুর হলেও নিজের ছেলেকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেন শোভরাম। আর সেই কারণেই দূরত্ব যাতে কখনওই তাঁর সেই স্বপ্নের পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন তিনি। আর সেই কারণেই দীর্ঘ ১০৬ কিলোমিটার পথ সাইকেলের পিছনে ছেলেকে বসিয়ে চালিয়ে নিয়ে গিয়েছেন শোভরাম।
মধ্যপ্রদেশ বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষায় তিনটি বিষয়ে ব্যাক পেয়েছিল আশিষ। তারই অঙ্ক এবং সমাজ বিজ্ঞানের পরীক্ষা ছিল মঙ্গলবার। সেই পরীক্ষা দেওয়ানোর জন্যই এতখানি রাস্তা কেবল সাইকেল চালিয়ে পাড়ি দেন দিনমজুর বাবা।
Post a Comment