দুই হিন্দু কন্যাকে দত্তক নিয়েছিলেন এক মুসলমান, বড় হতে নিজের খরচে তাঁদের হিন্দু রীতি মেনেই বিয়ে দিলেন
Odd বাংলা ডেস্ক: ধর্মের নামে মানুষে মানুষে বৈষম্য সমাজে আজও রয়ে গিয়েছে। মানুষ জাত-ধর্মের দোহাই দিয়ে যতই ভাগাভাগি করা হোক না কেন সমাজে আজও কিছু মানুষ আছেন, যাঁদের কাছে মানবিকতাই সবার আগে প্রাধান্য পায়। তেমনই একজন হলেন বাবাভাই পাঠান, যিনি তাঁক কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের মন জয় করেছেন।
মহারাষ্ট্রের আহমেদনগর নিবাসী মুসলিম যুবক বাবাভাই পাঠান কার্যত নজির গড়েছেন। তিনি দুজন হিন্দু মেয়েকে নিজের বোন হিসাবে দত্তক নিয়েছিলেন। তাঁদের সযত্নে মানুষ করার পর যখন সময় এল তখন দুই বোনের বিয়েও দিলেন। তবে বিয়ে দিলেন হিন্দু বিবাহ রীতি মেনেই। ধর্মীয় বিশ্বাব প্রতিটি মানুষেরই ব্যক্তিগত ব্যপার, তাই তাঁদেরক ব্যক্তিগত বিশ্বাসকে সম্মান জানিয়েই বোনেদের হিন্দু রীতি মেনেই বিয়ে দিলেন বাবাভাই পাঠান।
Muslim man Bababhai Pathan, from Ahmednagar, Maharashtra, has adopted two orphan sisters & wedded them from his own expenses according to the Hindu rituals. He has been widely praised for his humanitarian work across the country. pic.twitter.com/zLIQP76JnS— Aarif Shah (@aarifshaah) August 23, 2020
আজকের দিনে অন্য ধর্মের মানুষের প্রতি মানুষের সহিষ্ণুতা যেখানে এতটা কমে গিয়েছে সেখানে অন্য ধর্মের প্রতি তাঁর এই সম্মান প্রদর্শন দেখে সকলে তাঁকে যথেষ্ট বাহবা দিয়েছেন। অনেকে আবার এও বলেছেন, ইনিই হলেন আদর্শ ভারতীয়র নিদর্শন। এটাই ভারতীয় সংস্কৃতি আমাদের শেখায়। বাবাভাই পাঠান হলেন আদর্শ ভারতীয়-এমনটাও বলছেন অনেকে।
Post a Comment