রিয়ার ফোন ঘেঁটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, সুশান্তের মৃত্যুর পর শীর্ষ পুলিশকর্তার সঙ্গে ফোন ও SMS-এ চলত যোগাযোগ


Odd বাংলা ডেস্ক: অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কল ডেটা রেকর্ডস (সিডিআর) এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তকে নতুন মোড় দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম রিয়ার সিডিআর হাতে পেয়েছিল, যেখান থেকে জানা গিয়েছে যে, সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিশের এক শীর্ষকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া। ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে ওই পুলিশকর্তার নামও উল্লেখ করেছে-ডিজিপি অভিষেক ত্রিমুখী।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে আরও জানানো হয়েছে, দুজনের তরফেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। রিয়া দু'বার নিজের ফোন থেকে তাঁকে ফোন করেছিলেন, এবং ওই একই নম্বর থেকে দু'বার রিয়ার কাছে ফোন এসেছিল। এমনকি দু'জনের মধ্যে এসএমএস চালাচালিও হয়েছিল। ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর মাত্র ৬ দিন পরে এই ঘটনা ঘটেছিল। তবে মুম্বইয়ের বড় পুলিশকর্তাদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল রিয়ার। এমনকী ডিজিপি অভিষেক ত্রিমুখীর সঙ্গেও তাঁর বেশ কয়েকবার কথা হয়েছে। এর আগে বিহার পুলিশের তরফে অভিযোগ করা হয়েছিল মুম্বই পুলিশের কোনও কর্তা রিয়াকে সাহায্য করছেন। 

এখানেই শেষ নয়, গত ৬ মাসে রিয়া সুশান্তকে ফোন করেছেন মাত্র ১৪৭ বার। কিন্তু সুশান্তের ম্যানেজার শ্রুতিকে ফোন করেছেন ৮০০ বার। সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েলকে ফোন করেছিলেন ৩০০ বার। অন্যদিকে মহেশ ভাটকে ফোন করেছেন ৩০০ বারেরও বেশি কিন্তু কেন এভাবে মিথ্যের আশ্রয় নিচ্ছেন রিয়া? তা নিয়ে উঠেছে প্রশ্ন। 
Blogger দ্বারা পরিচালিত.