করোনার কোপ শাহের ওপর, ভর্তি হলেন হাসপাতালে



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে। রবিবার অমিত শাহ ট্যুইট করে জানিয়েছেন, 'করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।'

Blogger দ্বারা পরিচালিত.