হাসপাতাল থেকে অবশেষে ছাড়া পেলেন অমিত শাহ



Odd বাংলা ডেস্ক: দু'দিন আগেই জানানো হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। কিন্তু তারপর আর ছুটি দেওয়া হয়নি। অবশেষে আজ (সোমবার) সকালে দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ‘করোনা পরবর্তী শুশ্রুষার জন্য দিল্লির এইমসে ভরতি আছেন মাননীয় (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’ প্রায় ৪০ ঘণ্টা পার করে ১৫ দিনের মাথায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সোমবার সকালে টুইটারে দেশবাসীকে ওনামের শুভেচ্ছাও জানিয়েছেন শাহ। তার আগে, গত ২ অগস্ট একটি টুইটবার্তায় শাহ জানিয়েছিলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’
Blogger দ্বারা পরিচালিত.