'BSNL -কর্মীরা বিশ্বাসঘাতক, ছাঁটাই করা হবে ৮৮ হাজার কর্মীকে', বললেন বিজেপি সাংসদ
Odd বাংলা ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL থেকে ৮৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে৷ BSNL-কে বেসরকারি করবে সরকার৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের এই মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে৷
কর্নাটকের কুমতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে BSNL কর্মীদের 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়ে অনন্তকুমার হেগড়ে বলেন, 'বিএসএনএল-এর ৮৮ হাজারের বেশি কর্মী বিশ্বাসঘাতক ও দেশ বিরোধী৷ সংস্থাটিকে ভাল সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য কোনও কাজ করে না৷ ৮৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে৷ বিএসএনএল-কে বেসরকারি করবে কেন্দ্র৷'
Post a Comment