রবিবার থেকে আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানার পশুপাখিদের দেখা যাবে ফেসবুক লাইভে!
Odd বাংলা ডেস্ক: করোনাময় বিশ্বে এখন যোগাযোগের মাধ্যম ফেসবুক, জুম, ওয়েবিনার, গুগল মিট। সে না হয়ে মানুষে-মানুষে যোগাযোগ করালো। কিন্তু মানুষে-পশুতে তেমনই দৃশ্য-শ্রাব্য যোগাযোগ কী ভাবে ঘটবে?
সহজ ব্যাপার। পশুপাখিরা ফেসবুক লাইভ করলেই হল। আলিপুরে অনলাইন হবে শিম্পাঞ্জি, পান্ডা, রয়্যাল বেঙ্গল, অ্যানাকোন্ডা। আর যাদবপুরের ড্রয়িংরুমে বসেই তাদের সঙ্গে হাই-হ্যালো করবে মিতিন, রৌনক, জোজো, বুবুনরা।
এমনই চমৎকারিত্বে কলকাতা চিড়িয়াখানাকে বাংলার মানুষের ঘরে ঘরে হাজির করতে উদ্যোগ নিল রাজ্য সরকার ও বন দফতর।
রবিবার থেকে দিনে দুইবার আলিপুর চিড়িয়াখানা ও দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক থেকে ফেসবুক লাইভ চলবে। প্রথম লাইভ সকাল ৯টা থেকে ১০টা। পরের লাইভ বিকেল ৩টে থেকে ৪টে!
বন দফতর সূত্রে জানানো হয়েছে, করোনায় আলিপুর ও দার্জিলিং চিড়িয়াখানা বন্ধ থাকায় সেখানে গিয়ে জীবজন্তু দেখার যেহেতু উপায় নেই, তাই দর্শক বিশেষ করে ক্ষুদে দর্শকদের কথা ভেবেই দুই চিড়িয়াখানা থেকে ফেসবুক লাইভের ব্যবস্থা করা হয়েছে।
কদিন আগেই আলিপুর চিড়িয়াখানায় ১১টি অ্যানাকোন্ডার জন্ম হয়েছে। লকডাউনের জেরে তাদেরও দেখতে পায়নি আম জনতা। আর চিন্তা নেই। রবিবার থেকে নির্দিষ্ট সময়ে ফেসবুক পেজে ঢুকলেই নিত্যদিন হাতি, গন্ডার, সাদা বাঘ, তুষার চিতা, ব্ল্যাক প্যান্থার, জিরাফ, অ্যানাকোন্ডা, বিভিন্ন পাখির কলকান, গর্জন, ফিসফাসে ভরে উঠতে পারে আপনার ঘর!
Post a Comment