পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ এক সেনা, খতম এক সন্ত্রাসবাদী
Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বন্দুকযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর একজন শহিদ নিহত হয়েছে বলে আজ সকালে খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি একজন সন্ত্রাসবাদীরও মৃত্যু হয়েছে বলে খবর। কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, পুলওয়ামার কামরাজিপুরায় এই এনকাউন্টার হয়েছিল। বুধবার ভোরে নিরাপত্তা বাহিনী কামরাজিপুরায় একটি ফলের বাগানের কাছে গেলে সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়।
প্রাথমিক গোলাবিনিময়ের কারণেই একজন সেনা গুরুতর আহত হন, পরে সকাল গড়াতেই মারা যান ওই সেনা। এরপরেই শুরু হয় তল্লাশি অভিযান। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, একটি একে-৪৭, অ্যাসল্ট রাইফেল-সহ গ্রেনেড, পাউচ এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার নিরাপত্তা বাহিনী উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী সীমান্ত জেলা কুপওয়ারাতে এক হিজবুল মুজাহিদিন সন্ত্রাসীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
Post a Comment