দেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্রের ওপর তৈরি হল রোপওয়ে পরিষেবা, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘুরে আসুন


Odd বাংলা ডেস্ক: ভারতের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্রের ওপর তৈরি হল দেশের দীর্ঘতম রোপওয়ে পরিষেবা। অসম সরকারের তরফে দাবি করা হয়েছে কোনও নদের ওপর এত দীর্ঘ রোপওয়ে পরিষেবা এই প্রথম। প্রায় ১.৮ কিলোমিটার দীর্ঘ পথের এই রোপওয়ে পরিষেবার ইতিমধ্যেই উদ্বোধন করা হয়ে গিয়েছে। 

অসমের রাজধানী জেলা গুয়োহাটি এবং আইআইটি গুয়াহাটি শহরের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এতদিন পর্যন্ত এখানে যাতাযাতের মাধ্যম ছিল ফেরি, যাতে সময় লাগত আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত, তবে মরশুম খারাপ থাকলে কখনও কখনও তার থেকেও বেশি সময় লাগত। এছাড়াও ছিল একটি ব্রিজ যার মাধ্যমে যাতায়াতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লাগত। সেক্ষেত্রে রোপওয়ের মাধ্যমে সময় লাগবে কেবল ৯ থেকে ১০ মিনিট। সময় বাঁচাতে এই যাতায়াত খুবই ভাল হবে তা বলাই বাহুল্য। 

অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সোনওয়াল জানিয়েছেন, যাতায়াতের সময়কে হ্রাস করার পাশাপাশি এই রোপওয়ে যাত্রা কিন্তু নিপাট ভ্রমণের জন্য খুবই ভাল। ব্রহ্মপুত্র এবং তাঁর সংলগ্নের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই যাত্রা খুবই সুখকর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যটকরা রোপওয়ে করে উত্তর গুয়াহাটিতে যেতে পারবেন এবং সেখানে কিছুটা সময় কাটাতে পারবেন। হসপিটালিটি পরিষেবাগুলিও বাড়ানো হবে এবং এইভাবে রোপওয়েটিকে শহরের পর্যটনের বিশেষভাবে কাজে লাগানো হবে বলেও আশা করা হচ্ছে। প্রসঙ্গত, কাছারি ঘাট (গুয়াহাটি) উত্তর তীরে দোল গোবিন্দ মন্দিরের সঙ্গে রোপওয়েটি একটি ছোট দ্বীপের বিখ্যাত উমানন্দ মন্দিরটি পেরিয়ে ও পাড়ে পৌঁছবে।

গোটা প্রকল্পটিতে খরচ হয়েছে ৫৬ কোটি টাকা। রোপওয়ের একটি কেবিনের ধারণক্ষমতা প্রায় ৩০ জন যাত্রী। একমুখী ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া পড়বে ৬০ টাকা। তবে কেউ যদি যাওয়া-আসার টিকিট একসঙ্গে কাটেন তাহলে তাঁর খরচ হবে কেবল ১০০ টাকা। 
Blogger দ্বারা পরিচালিত.