১১ অগাস্ট থেকে বদলে গিয়েছে অটল পেনশন যোজনার অনেক নিয়ম জেনে নিন



Odd বাংলা ডেস্ক: অটল পেনশন যোজনার ডেথ ক্লেম প্রোসেসিংয়ের তারিখ বদলে গিয়েছে ৷ পিএফআরডিএ স্কিমের ডেথ ক্লেম প্রোসেসিংয়ের তারিখ ৩০ অক্টোবর ২০২০ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ৷ এই সংক্রান্ত ১১ অগাস্ট PFRDA বিজ্ঞপ্তি জারি করেছিল ৷ কোভিড-১৯ মহামারীর জেরে দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই নিয়ে দ্বিতীয়বার ডেডলাইন বাড়ানো হল ৷ 

এর আগে শেষ তারিখ ছিল ৩১ জুলাই ৷ ক্লেম সংক্রান্ত সমস্ত তথ্য নির্দিষ্ট দিনের মধ্যে সিআইএ-তে জমা দেওয়া বাধ্যতামূলক ৷ ১১ অগাস্টে জারি করা বিজ্ঞপ্তিতে PFRDA এর তরফে জানানো হয়েছে করোনা মহামারীর যে দেশজুড়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সমস্ত দিক খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অচল পেনশন যোজনার মেম্বররা বছরের যে কোনও সময় কন্ট্রিবিউশনের টাকা কমাতে বা বাড়াতে পারবেন ৷ নতুন এই নিয়ম ১ জুলাই থেকে লাগু করা হয়েছে ৷ 

এর আগে কেবল এপ্রিল মাসে যোগদানের টাকা বদলাতে পারতেন মেম্বররা ৷ মে ২০১৫ অটল পেনশন যোজনা চালু করা হয়েছিল ৷ ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যে কোনও নাগরিক এই স্কিম করাতে পারবেন ৷ এই যোজনায় মেম্বরের ৬০ বছর হওয়ার পর তারা মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশেন পেতে পারেন ৷ পেনশনের টাকা অবশ্যই আপনার যোগদানের উপর নির্ভর করবে ৷ কোনও ভাবে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী পেনশন পাবেন ৷ ৬০ বছরের আগে সাবস্ক্রাইবার ও তার স্ত্রী বা স্বামী দু’জনের মৃত্যু হলে নমিনিকে জমা টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷
Blogger দ্বারা পরিচালিত.