গত ৪৪ বছরে এই অগাস্টেই সর্বাধিক বৃষ্টি হয়েছে ভারতে, রিপোর্ট দিল মৌসম ভবন
Odd বাংলা ডেস্ক: এবছর বৃষ্টিতে ভারতের বিভিন্ন প্রান্তে ব্যপক বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৪৪ বছরে অগাস্ট মাসেই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এই বছরের অগাস্ট মাসে। ভারতের মৌসম ভবনের তরফে উঠে এসেছে এমনই তথ্য। গত ২৮ অগাস্ট পর্যন্ত, এই মাসে ২৫ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
শেষবার ১৯৮৩ সালের অগাস্ট মাসে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাতকেও ছাপিয়ে গিয়েছে, ২০২০-এর অগাস্ট মাসের বৃষ্টিপাতের পরিমাণ। ১৯৮৩ সালে অগাস্টে ২৩.৮ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এর আগে ১৯৭৬ সালে অগাস্ট মাসে ২৮.৪ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। মৌসম ভবন জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চলতি বছরে বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, গোয়াতে অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সিকিমেও ব্যপক পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একাধিক রাজ্যে নদীর জলস্তর ফুলে-ফেঁপে ওঠার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
Post a Comment