'সেরা বাঙালি', সংবাদ সংস্থা পিটিআই-এর চেয়ারম্যান হলেন অভীক সরকার
Odd বাংলা ডেস্ক: আনন্দবাজার পত্রিকা গ্রুপ অব পাবলিকেশনের ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন সম্পাদক অভীক সরকারের মুকুটে যোগ হল এবার এক নতুন পালক। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া তথা পিটিআই-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন।
শনিবার পিটিআই-এর পরিচালনা পর্ষদ তাঁদের সভায় অভীক সরকারকে নির্বাচন করেন। অভীক সরকার পাঞ্জাব কেশরি গ্রুপ অব নিউজপেপার-এর প্রধান সম্পাদক বিজয় কুমার চোপড়ার স্থলাভিষিক্ত হলেন। ৭৫ বছর বয়সে এসেও কাজের প্রতি একইরকমভাবে নিষ্ঠাবান অভীক সরকার ছাত্রাবস্থাতেই সাংবাদিকতার শিক্ষা নিতে শুরু করে দিয়েছিলেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি ব্রিটেনে চলে যান। যেখানে তিনি 'দ্য সানডে টাইমস'-এর কিংবদন্তি সম্পাদক স্যার হ্যারল্ড ইভান্সের তত্বাবধানে এসেছিলেন। আনন্দবাজার গ্রুপের প্রধান সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন, যার মধ্যে বাংলা দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা এবং ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ অন্তর্ভুক্ত ছিল, যার দুটিই তিনি নিজে সম্পাদনা করতেন।
Post a Comment