Odd বাংলা ডেস্ক: এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে গোটা দেশ। অযোধ্যায় রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন তথা ভূমিপূজনের প্রাক্কালে যেন এক অকাল দীপাবলির সাক্ষী থাকল দেশবাসী। ভূমিপূজনের প্রাক্কালে গোটা অযোধ্যা ধাম সেজে উঠেছিল অগণিত প্রদীপ এবং বিপুল পরিমাণে ফুলের সাজে। মন্দিরের যাত্রাপথের দু-ধারে হলুদ রঙ করে দেওয়া হয়েছে। সরজু নদীর তীর ধরে এমন অসাধারণ সৌন্দর্য যেন এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকল।
এদিন মন্দিরের পুজো শুরু হল রামভক্ত হনুমানজীর পুজো দিয়ে। এদিন হনুমানগড়িতে হনুমানজীর বিশেষ পুজো 'নিশান পুজো'র আয়োজন করা হয়েছিল। হিন্দু ধর্মে এই নিশানপুজো সুপ্রাচীনকাল থেকে চলে আসছে। এদিনের বাছাইকরা কিছু ছবি রইল আপনাদের জন্য-
|
Image Source-Facebook |
রাম মন্দিরের ভূমি পূজন সংক্রান্ত আরও খবর পড়ুন এই লিঙ্কে
রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানে বুধবার অযোধ্যায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ আমন্ত্রিত ১৭৫ জন বিশেষ অতিথি। সূত্রের খবর, ভূমিপূজন অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে একটি বিশেষ উপহার তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, করোনা মহামারির জন্য খুবই হাতে গোনা ভিভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
Post a Comment